
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
চলুন মজার ছলে জেনে নেই Passport Renew কি কি লাগে।
আমাদের দেশে সবাই অনেক শিক্ষিত তাই পাসপোর্ট রিনিউ করাকে বিভিন্ন নামে ডাকে এই যেমন
- Passport Renew
- Passport Renewal
- Passport Reissue
- পাসপোর্ট রি-ইস্যু
- পাসপোর্ট রিনিউ
- পাসপোর্ট রেনু
- পাসপোর্ট নবায়ন
পাসপোর্ট Renew বা নবায়ন যা করেন না কেন সবার কিন্তু ডকুমেন্ট একই লাগবে। আপনি যদি আপনার MRP পাসপোর্ট অথবা e passport Re issuse করতে চান তা হলে এখনই আমার লেখা নিচের তথ্য গুলো পড়ুন আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আজই আপনার Passport Renewal করুন এবং নতুন ই পাসপোর্ট বাসায় আনুন। আজকের পর থেকে আপনার আর কারো কাছে জানা লাগবে না যে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে।
স্পেন প্রবাসী বাংলাদেশি যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ অথবা আগামী ৬ মাসের মধ্যে সমাপ্ত হবে এমন যে কেউ ই-পাসপোর্ট করতে পারবেন। যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশী রয়েছে তাদের এই মুহুর্তে ই-পাসপোর্টের আবেদন নেয়া হবে না।
MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নবায়ন করতে কি কি লাগবে?
MRP পাসপোর্ট থেকে epassport রিনিউ করতে যে কাগজপত্র গুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেগুলো নিচে দেওয়া হলঃ-
- Passport Renewal Application
- ই পাসপোর্ট করতে এপয়েন্টমেন্ট/cita কপি।
- আপনার পূর্ববর্তী পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র (NID) অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. (BRC)পাসপোর্ট আর Birth Certificateর মধ্যে অবশ্যই মিল থাকতে হবে।
- পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
- স্পেনের রেসিডেন্স কার্ড অথবা পাদ্রামেন্তোর কপি
- এবং পাসপোর্ট এর ফি জমা দেওয়ার স্লিপ (দূতাবাসের ব্যাংক একাউন্ট নম্বর Account Number: ES61 2100 9432 8222 0015 4034 (La Caixa Bank) । উক্ত একাউন্টে concept এ নিজের নাম/পাসপোর্ট নং লিখে টাকা জমা দিয়ে মূল রশিদ সহ ই পাসপোর্টের আবেদন জমা দেয়া যাবে। দূতাবাসে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সরাসরি ফি জমা দেয়া যাবে। ই-পাসপোর্টের জন্য নগদ ফি জমা নেয়া হবে না। ডিপোজিট বা ট্রান্সফারে আবেদনকারীর নাম/পাসপোর্ট নং উল্লে্খ না থাকলে সেই রিসিট গ্রহণযোগ্য হবে না।)
১ থেকে ১৫ বছর BD Passport Renewal করতে কি লাগে
- এপয়েন্টমেন্ট/cita কপি পেজ {১ পাতার প্রিন্ট কপি}
- ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
- পাসপোর্ট ফি প্রদানের স্লিপ (মূল কপি)
- ডিজিটাল জন্মনিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন)
- মা এবং বাবার এনআইডির ফটোকপি (অথবা জন্ম নিবন্ধন সনদ (BRC)
- ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- পিতা এবং মাতার ২ টি পাসপোর্ট সাইজের ছবি
বৈবাহিক অবস্থার Passport Renew এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য
অবিবাহিত হলে Passport Renewal করতে কি কি লাগে?
আপনি যদি এপ্লিকেশন এর সময় পাসপোর্টে সিঙ্গেল অথবা অবিবাহিত দেন তাহলে আপনার কোন প্রকার ম্যারিজ স্ট্যাটাসে কোন কাগজ লাগবে না।
বিবাহিত হলে Passport Reissue করতে কি কি লাগে?
আপনার পুরাতন পাসপোর্টে অথবা এন আইডি তে আগে যদি অবিবাহিত স্ট্যাটাস থাকে এবং বর্তমান যদি আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর নাম যোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। যে ডকুমেন্টগুলা লাগবে তা হলঃ
- কাবিননামা (আইন মন্ত্রণালয়,নোটারি পাবলিক,পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগালাইজেশন থাকতে হবে)
- ম্যারেজ সার্টিফিকেট (আইন মন্ত্রণালয়,নোটারি পাবলিক,পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগালাইজেশন থাকতে হবে)
- হিন্দু হলে হিন্দু বিবাহ নিবন্ধন সার্টিফিকেট (আইন মন্ত্রণালয়,নোটারি পাবলিক,পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগালাইজেশন থাকতে হবে)
- এবং সাথে স্ত্রীর নাম যোগ করতে চাইলে স্ত্রীর এনআইডি লাগবে আর স্বামীর নাম এড করতে চাইলে স্বামীর এন আইডি কার্ড এর কপি লাগবে
ডিভোর্স / ২য় স্বামী বা স্ত্রীর নাম পাসপোর্টে যোগ কারার কি কাগজপত্র লাগে?
আপনি যদি আপনার ১ম স্বামী অথবা ১ম স্ত্রীর নাম পাসপোর্ট থেকে সরিয়ে ২য় স্বামী অথবা ২য় স্ত্রীর নাম বসাতে চান তাহলে আপনার ডিভোর্স পেপার এবং নতুন বিয়ের কাবিননামা অথবা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনার বর্তমান এনআইডিতে আপনার প্রথম স্ত্রী অথবা স্বামীর নাম থাকে তাহলে আবেদন করার সময় আপনার এনআইডি থেকে আপনার প্রথম স্ত্রী অথবা স্বামীর নাম চেঞ্জ করে নিতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনার এনআইডির তথ্য অনুযায়ী আপনার পাসপোর্টে আপনার ১ম স্ত্রী অথবা স্বামীর নামই থাকবে চেঞ্জ আর হবে না।
পাসপোর্ট হারিয়ে গেলে রি ইস্যু করতে কি কি লাগে?
- পুরাতন পাসপোর্ট এর ফটোকপি
- লস্ট রিপোর্ট এর কপি (কিভাবে করবেন নিচে দেওয়া আছে)
- এপয়েন্টমেন্ট/cita কপি পেজ (১ পাতার প্রিন্ট কপি)
- ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি (৩ পাতার প্রিন্ট কপি)
- পূর্ববর্তী পাসপোর্ট
- পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
- পাসপোর্ট ফি প্রদানের স্লিপ
- ভোটার আইডি কার্ডের কপি (NID/১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate.)
পাসপোর্ট হারিয়ে জাবার পর পাসপোর্ট এর ফটোকপি না থাকলে কি করব?
আপনার কাছে যদি আপনার পাসপোর্ট এর ফটোকপি না থাকে তাহলে পাসপোর্ট অফিসে (বাংলাদেশ দূতাবাসে )গিয়ে আপনার পাসপোর্ট এর একটা কপি বা আগের পাসপোর্ট নাম্বার নিয়ে আসবেন।
পাসপোর্ট এর জন্য জিডি / GD কি ভাবে করব?
পাসপোর্ট হারিয়ে গেলে আপনি যেখানে পাসপোর্টটি হারিয়েছেন ঠিক সেই থানায় গিয়ে একটি জিডি করবেন। আপনি যে থানার আন্ডারে পাসপোর্টটি হারিয়েছেন সেই থানায় আপনাকে GD করতে হবে Passport এর জন্য। মাদ্রিদে হলে সরাসরি JUSGADO/আদালতে চলে জাবেন।
Dirección
PLAZA CASTILLA, 1 28046 MADRID
Metro: Plaza de Castilla (líneas 1, 9 y 10)
Bus: 27, 147, 5, 124, 149, 49, 66, 107, 129, 174, 70, 42, 135, SE704, T62, 67
পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?
MRP passport 100 euro E-Passport 125 euro ১০ বছর 48 page নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন যাই করেন না কেন পাসপোর্ট ফি সমান টাকা। একই পরিমাণ টাকা দিতে হবে পাসপোর্ট নবায়ন বা রেনু করার জন্য।
১৮ বছরের কম বয়েস MRP passport 100 euro E-Passport 125 euro ৫ বছর 48 page
পাসপোর্ট রিনিউ করলে পুলিশ ভেরিফিকেশন (Police Verification) লাগে?
পাসপোর্ট রিনিউ করলে কোন প্রকারের পুলিশ ভেরিফিকেশন লাগেনা। কিন্তু যদি আপনার পাসপোর্টে কোন কিছু সংশোধন করেন সে ক্ষেত্রে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন হতে পারে।
পাসপোর্ট রি ইস্যু করতে কত দিন সময় লাগে?
আপনি যদি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন সে ক্ষেত্রে আপনার রিনিউ থেকে বেশি সময় লাগবে কারণ নতুন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন হয়। আর আপনি যদি পাসপোর্ট Renew করেন সেক্ষেত্রে সাধারণত Police Verification হয় না, তাই আপনি আপনার পাসপোর্টটি অতি তাড়াতাড়ি আপনার হাতে পেয়ে যাবেন (২০-২৫ দিন)। কিন্তু কোন কারনে যদি পুলিশ ভেরিফিকেশন হয় অথবা আপনি যদি আপনার পাসপোর্টটি সংশোধন করেন সে ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে।
আপনারা বিভিন্ন ধরনের পাসপোর্ট সম্পর্কিত অনেক কথাই জানতে পাবেন, মানুষ আপনাকে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে তা বলবে । কিন্তু সবাই সঠিক তথ্য দিবেন না বা জানেনা ।
আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সব কিছু লিখেছি। আসা করি আমার লেখাটি আপনাদের উপকারে আসবে। যদি কোন কিছু না বুঝেন কমেন্ট করে জানান আমরা সাথে সাথে উত্তর দিব।